Skip survey header
Bengali

ইএলই অভিভাবক জরিপ

ইএলই প্রোগ্রাম অভিভাবক জরিপ

প্রিয় বাবা-মা বা অভিভাবক,

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ (ডিইএসই) আপনার স্কুলের ইংলিশ লার্নার এডুকেশন(ইএলই) প্রোগ্রামের একটি নিয়মিত পর্যালোচনা পরিচালনা করছে। এখানে আপনার প্রশ্নের উত্তরগুলি আপনার সন্তানের স্কুল স্টেট এবং ফেডারেল শর্তগুলি কতটা পূরণ করছে তা নির্ধারণ করতে সহায়তা করবে। আপনার প্রতিক্রিয়া এবং মন্তব্যগুলি কঠোরভাবে গোপনীয়।

আপনার সন্তানের স্কুলে যাওয়া এবং আপনার মত পিতামাতার ইনপুট এর উপর ভিত্তি করে ডিইএসই একটি প্রতিবেদন তৈরি করবে। আপনার অনুরোধে্র ভিত্তিতে এই প্রতিবেদনটি আপনার স্কুল ডিস্ট্রিক্ট থেকে অথবা ডিইএসই থেকে আপনার কাছে প্রদান করা হবে। যেহেতু এই সমীক্ষা গ্রহণকারী পিতামাতার সংখ্যা কম, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রতিক্রিয়া প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ।

যদি আপনার কোন প্রশ্ন থাকে বা এই জরিপটি সম্পন্ন করতে সহায়তার প্রয়োজন হয়, তাহলে আপনি (781) 338-3569 এ কল করতে পারেন। এই প্রোগ্রাম পর্যালোচনা প্রক্রিয়া সফল করতে আপনার সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

বিনীত,
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ
ভাষা অধিগ্রহণ অফিস
৭৫ প্লেজেন্ট স্ট্রিট
মালডেন, এমএ ০২১৪৮
6. আমি যখন আমার সন্তানকে ভর্তি করি, স্কুল...(যেগুলো প্রযোজ্য সেগুলো চিহ্নিত করুন) *This question is required.
7. আপনার সন্তানের কি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি (ইএসএল) শিক্ষক আছে? *This question is required.
8. আপনার সন্তানকে দেওয়া ইএসএল নির্দেশনাকে কতটুকু কার্যকরী বলে মনে করেন? *This question is required.
8. আপনার সন্তান কি সাফল্য লাভের জন্য বিজ্ঞান, সামাজিক শিক্ষা ও গণিত ক্লাসে সহায়তা পায়?
*This question is required.
9. আপনার সন্তানের বিজ্ঞান, সামাজিক শিক্ষা ও গণিত ক্লাসের নির্দেশনাকে কতটু্কু কার্যকরী বলে মনে করেন? *This question is required.
9. যদি আপনার সন্তানের আর ইএসএল নির্দেশনার দরকার না হয়, তাহলে স্কুল কি আপনাকে সেই সিদ্ধান্তের ব্যাপারে অবহিত করেছে?
*This question is required.
10. স্কুল কি আপনাকে ইংরেজি শিক্ষার্থী অভিভাবক উপদেষ্টা পরিষদ (ইএলপিএসি) এ কিভাবে যোগদান করতে হবে তা বলেছে?
*This question is required.
11. আপনাকে কি ইএলপিএসিতে যোগদান করতে আমন্ত্র্ণ করা হয়েছে? *This question is required.
12. আপনি কি ইএলপিএসি এর একজন সদস্য? *This question is required.
13. স্কুল কি আপনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার ভাষা সহায়তা (অনুবাদ) প্রয়োজন কি না?
*This question is required.
14. আপনি/ইংরেজি শিক্ষার্থীদের পরিবারগুলো স্কুলের সাথে যোগাযোগ করতে কি কি বাধার সম্মুখীন হয়ে্ছেন? (যেগুলো প্রযোজ্য সেগুলো চিহ্নিত করুন)
*This question is required.
15. আপনার সন্তানের স্কুল কর্তৃক প্রদত্ত ভাষা সহায়তাকে আপনি কতটা কার্যকর মনে করেন? *This question is required.
16. আপনি কি জানেন আপনার সন্তানের স্কুলকে অবশ্যই প্রদান করতে হবে... (যেগুলো প্রযোজ্য সেগুলো চিহ্নিত করুন) *This question is required.
17. স্কুল কি আপনার বাচ্চাকে গ্রীষ্মকালীন কর্মসূচী বা ক্লাস পরবর্তী বিভিন্নরকম কার্যক্রম যেমন টিউটরিং, অ্যাথলেটিক্স, ব্যান্ড, থিয়েটার ইত্যাদিতে উপস্থিত থাকতে অথবা অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে?
*This question is required.
18. যদি আপনার সন্তান একাডেমিকভাবে সংগ্রাম করে থাকে, তাহলে স্কুল কি অতিরিক্ত সহায়তা প্রদান করেছে এবং আপনার সন্তানকে সাহায্য করার জন্য পরামর্শ দিয়েছে? (মাল্টি টিয়ার্ড সিস্টেম অফ সাপোর্ট (এমটিএসএস), ইত্যাদি)?
*This question is required.
19. যদি আপনার সন্তান সংগ্রাম করে থাকে, তাহলে আপনার সন্তান স্কুলে কোন ধরণের সহায়তা পেয়েছে? (যেগুলো প্রযোজ্য সেগুলো চিহ্নিত করুন)
*This question is required.
20. আপনার সন্তান যদি কোন ক্লাসে সত্যিই ভাল করে, তাহলে স্কুল কি আপনার সন্তানকে আরো চ্যালেঞ্জিং ক্লাসের প্রস্তাব দিয়েছে? *This question is required.
21. আপনার সন্তানের স্কুলে আপনি কতটা স্বাগতবোধ করেন যখন আপনি আপনার সন্তানকে নিয়ে যান, মিটিংয়ে যোগ দেন, ইত্যাদি?
*This question is required.
23. আপনি কি প্রতি বছর আপনার সন্তানের ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা (ACCESS) রিপোর্ট পান? *This question is required.