Skip survey header
Bengali

অটিজম চিকিৎসা মুল্যায়ান তালিকা

তথ্য

অটিজম চিকিৎসা মুল্যায়ান তালিকা 
Bernard Rimland, Ph.D. & Stephen M. Edelson, Ph.D.
অটিজম গবেষণা কেন্দ্র 
| 4182 Adams Avenue, San Diego, CA 92116 USA | fax: (619) 563-6840 | www.autism.org
  • এই ফর্ম পূরণ করলে আপনার নাম- পরিচ্যবিহীন তথ্য গবেষণায় ব্যবহার করা যাবে।
  • গোপনীয়তা নীতিঃ আমরা আপনার ব্যক্তিগত তথ্য কারও সাথে শেয়ার করি না। বিশ্লেষণ করা তথ্য গবেষণার পত্রিকা বা সম্মেলনে প্রকাশ হতে পারে। প্রকাশিত তথ্যে কাউকে চেনা যাবে না। 
  • যদি আপনাকে এই ফর্ম পূরণ করতে বলা হয় কোন ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পেজ বা ওয়েবসাইটে প্রবেশের জন্য, তবে জেনে  রাখুন ARI – এর সাথে ওই সংস্থা বা ব্যক্তির  কোন সম্পর্ক নেই যারা ব্যবহারকারীদের  ATEC পূরণ করতে বলা হয়।
  • আপনি যদি ডাক্তার হন বা ডাক্তারকে সহায়তা করেন, তবে রোগীর ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য দেওয়ার আগে আইন মেনে চলুন। না বুজলে আইনজীবীর পরামর্শ নিন। সাধারণত রোগী বা অভিভাকের সই করা সম্মতি প্রয়োজন। নিশ্চিত করি না যে এই সম্মিত সব ক্ষেত্রে যথেষ্ট হবে। তাই আইন মেনে চলার  সঙ্গে পরামর্শ করুন। 
     
কপিরাইট ২০১৬ অটিজম রিসার্চ ইন্সটিটিউট । সব অধিকার সংরক্ষিত। ATEC শুধু গবেষণা বা শিক্ষার কাজে ব্যবহার করা যাবে, ব্যবসায়িক কাজে নয়। 
লিংগ 
This question requires a valid date format of MM/DD/YYYY.
calendar
রোগের ধরণ